রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে প্রায় ৮ ঘণ্টা সড়ক অবরোধ করে আন্দোলনের পর অবরোধ তুলে নিয়েছে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে আন্দোলন এখানেই থেমে থাকছে না। আজ সন্ধ্যায় সড়ক ছেড়ে দেওয়ার সময় তাঁরা আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর ব্যস্ততম সাতরাস্তা মোড়ে অবস্থান নেয় শত শত শিক্ষার্থী। তাঁরা ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন।
🔶 ছয় দফা দাবি নিয়ে আন্দোলন
আন্দোলনরত শিক্ষার্থীরা ছয় দফা দাবি নিয়ে মাঠে নেমেছেন। তাঁদের দাবি—
জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল ও অবৈধ নিয়োগের রায় বাতিল করতে হবে।
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল ও চার বছর মেয়াদি আন্তর্জাতিক মানের কারিকুলাম চালু করতে হবে।
পাস করা ডিপ্লোমা প্রকৌশলীদের নিচু পদে নিয়োগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
কারিগরি শিক্ষায় অদক্ষ/অবৈধ জনবল নিয়োগ বন্ধ করে শিক্ষিত জনবল নিয়োগ নিশ্চিত করতে হবে।
‘কারিগরি ও উচ্চশিক্ষা’ নামে আলাদা মন্ত্রণালয় এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করতে হবে।
পলিটেকনিক ও মনোটেকনিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের জন্য একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও নির্মাণাধীন চার ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি সুযোগ দিতে হবে।
🚧 অবরোধে থমকে যায় ঢাকা শহর
সকাল থেকেই সাতরাস্তা, মগবাজার, বিজয় সরণি, হাতিরঝিল ও সোনারগাঁও মোড়ে যান চলাচল একেবারে স্থবির হয়ে পড়ে। এমতাবস্থায় অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকা পড়ে উড়ালসড়কে। অনেক গাড়িচালক দিনের বড় একটা সময় ফাঁকা গাড়ি নিয়ে বসে ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার রফিকুল ইসলাম বলেন, “সাতরাস্তা অবরোধের কারণে মগবাজার থেকে মহাখালী রেলগেট পর্যন্ত সড়কে তীব্র যানজট তৈরি হয়। বিকল্প সড়ক দিয়েও নিয়ন্ত্রণ সম্ভব হয়নি।”
একজন চালক, গুলিস্তান-গাজীপুর পরিবহনের জমির সরকার বলেন, “সকাল সাড়ে ১০টায় সাতরাস্তা এসে আটকে যাই। সন্ধ্যা সাড়ে ছয়টায় রওনা দিতে পারি, ততক্ষণে যাত্রীরা নেমে গেছেন।”
🚆 আগামীকাল রেলপথ অবরোধের হুঁশিয়ারি
সন্ধ্যায় সড়ক ছেড়ে যাওয়ার সময় আন্দোলনকারীদের পক্ষ থেকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য জুবায়ের পাটোয়ারী বলেন, “দাবি না মানলে আগামীকাল থেকে শুরু হবে অসহযোগ আন্দোলন। ঢাকাসহ সারা দেশে রেলপথ অবরোধ করব আমরা।”
আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। এরই মধ্যে রেল ব্লকেড কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।